আমলা প্রতিনিধি ॥ কুষ্টিয়া মিরপুরে আলো স্বেচ্ছাসেবী পল্লী উন্নয়ন সংস্থার কোর ভলান্টিয়ার মিটিং অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার দুপুরে একশন এইড বাংলাদেশ এর সহযোগীতায় আলো স্বেচ্ছাসেবী পল্লী উন্নয়ন সংস্থার বাস্তবায়নে মিরপুর মাহামুদা কলেজ অডিটোরিয়ামে এ মিটিং অনুষ্ঠিত হয়। এতে আলো স্বেচ্ছাসেবী পল্লী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ফিরোজ আহম্মেদের সভাপতিত্বে এবং সংস্থার এ্যসোসিয়েট ট্রেইনার তানিয়া সুলতানা নীলার সঞ্চালনায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপস্থিত ছিলেন একশন এইড বাংলাদেশের ইম্প্যাক্ট প্রকল্পের ডেপুটি ম্যানেজার কোরবান আলী, প্রকল্পের ইন্সপাইরেটর অধরা দাশ, হাবিবা খানম চৈতী। মিটিং এ উপস্থিত থেকে বক্তব্য রাখেন সংস্থার প্রকল্প কর্মকর্তা ফারুক হোসেন, ফিল্ড এ্যাসোসিয়েট রিয়া আক্তার চাঁদনী, ফিন্যান্স অফিসার মজিবুল হক, প্রকল্প সমন্বয়কারী মাহফুজুর রহমান প্রমুখ। এতে জেলার উদয়ন যুব সংস্থা, আলোড়ন যুব সংস্থা, সোনার তরী যুব সংস্থা, অগ্রগামী যুব সংস্থা, পাঞ্জেরী যুব সংস্থা, ইউনিক ইয়ুথ অর্গানাইজেশন, ব্রাইট ইয়ুথ অর্গানাইজেশন,আইডিয়াল ইয়ুথ ইউনিয়নসহ ১০ টি যুব সংগঠন অংশ গ্রহন করেন। কোর ভলান্টিয়ার মিটিং এ সংগঠনের বিভিন্ন সময়ে সরকারি/বেসরকারি প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষনপ্রাপ্ত যুব সদস্যদের স্বেচ্ছাসেবী কাজের অভিজ্ঞতা ও ভবিষ্যৎ পরিকল্পনা করা, স্কুল, মাদরাসা, মসজিদ, বাজার, কমিউনিটি ক্লিনিক ইত্যাদি পরিচালনা এবং কমিউনিটি হিসেবে যোগদান এবং তাদের কাজে অগ্রগতি সম্পর্কে আলোচনা করা হয়।