কাঞ্চন কুমার ॥ করোনা সংক্রমণের হার পর্যালোচনা করে কুষ্টিয়ার মিরপুর পৌরসভা এলাকায় সাত দিনের কঠোর বিধি নিষেধ এর প্রথম দিনের কঠোর অবস্থানে রয়েছে উপজেলা প্রশাসন। পৌরসভা এলাকায় চলাচল এবং অযথা বাইরে বের হওয়াতেও মোড়ে মোড়ে পুলিশ মোতায়েন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৭ জুন) ভোর ৬টা থেকে পৌর এলাকায় এ বিধি নিষেধ কার্যকর করা হচ্ছে। বিধিনিষেধগুলো হলো সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান, মার্কেট, দোকান বন্ধ থাকবে। তবে ওষুধ, কাঁচামাল, চিকিৎসা সেবা, মৃতদেহ দাফন বা সৎকারের সঙ্গে জড়িত প্রতিষ্ঠান এর আওতা বহির্ভূত থাকবে। জরুরী প্রয়োজনে কেউ ঘরের বাহিরে গেলে অবশ্যই তাকে মাস্ক ব্যবহার করতে হবে। যানবাহন চলাচলের ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মেনে সীমিত সংখ্যক যাত্রী নিয়ে ইজিবাইক ও ভ্যান রিক্সা চলাচল করতে পারবে। কৃষিপণ্য, খাদ্যসামগ্রী, রোগী পরিবহনকারী অ্যাম্বুলেন্স ও জরুরি সেবাদানকারী পরিবহন বিধিনিষেধের আওতামুক্ত থাকবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা লিংকন বিশ্বাস জানান, কঠোর বিধি নিষেধ অমান্যকারীদের আইনের আওতায় আনা হবে। উপজেলা প্রশাসন এবং পুলিশ এ বিধি নিষেধ বাস্তবায়নে কাজ করছে। করোনা ভাইরাসের সংক্রামন রোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান তিনি। উল্লেখ্য মিরপুর উপজেলা গত ২৪ ঘন্টায় ১৩ জন করোনী রোগী সনাক্ত করা হয়েছে। এ পর্যন্ত এ উপজেলায় ১৫জন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন।
You cannot copy content of this page
Leave a Reply