মিরপুর প্রতিনিধি ॥ মিরপুর উপজেলার ১৩ টি ইউনিয়নের ১৩০ জন গ্রাম পুলিশ পেল বাইসাইকেল ও পোশাক সামগ্রী। মঙ্গলবার দুপুরে কুষ্টিয়ার মিরপুর উপজেলা পরিষদ চত্বরে ১৩০ জন গ্রাম পুলিশকে বাইসাইকেল তুলে দেন মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল কাদের। এ সময় তাদের ব্যবহারের পোশাক সামগ্রী ও তুলে দেয়া হয়। মিরপুর উপজেলার ১৩ ইউনিয়ন থেকে ১০ জন করে মোট ১৩০ জন কে ¯’ানীয় সরকার মন্ত্রণালয়ের মাধ্যমে এই বাইসাইকেল গুলো বিতরণ করা হয়। এর আগে কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ে কুষ্টিয়ার জেলা প্রশাসক সাইদুল ইসলাম এ বাইসাইকেল প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করেন। এসময় আব্দুল কাদের প্রত্যেক গ্রাম পুলিশ সদস্যদের সাইকেল গুলো স্বযতেœ ভালোভাবে ব্যবহার করার নির্দেশনা প্রদান করেন।
Leave a Reply