মিরপুর অফিস ॥ কুষ্টিয়ার মিরপুরে ছাত্রলীগের করোনাকালীন স্বেচ্ছাসেবক টিমের ৩৬ জনের মাঝে পবিত্র ঈদুল ফিতরের উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে মিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়। করোনা মহামারীর দুর্যোগকালীন সময়ে স্বাস্থ্যসেবায় নিয়োজিত সরকারী বেসরকারী জনবলকে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে সহায়তার জন্য মিরপুর উপজেলা চেয়ারম্যান কামারুল আরেফিনের উদ্দ্যোগে ও মিরপুর উপজেলা ছাত্রলীগের সহায়তায় এ স্বেচ্ছাসেবক টিম গঠিত হয়। মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল কাদেরের সঞ্চালনায় এসব উপহার সামগ্রী বিতরন করেন মিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও মিরপুর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক কামারুল আরেফিন। এসময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া নারী ও শিশু কোর্টের পিপি ও মিরপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এড.আব্দুল হালিম, মিরপুর উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল কাশেম জোয়ার্দ্দার, মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা খাতুন, মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ জোবাইয়া ফারজানা জেরিন, সহকারী কমিশনার (ভূমি) হারুন অর রশিদ, ছাত্রলীগ নেতা আসলাম আরেফিন প্রমুখ।
Leave a Reply