আমলা অফিস ॥ কুষ্টিয়ার মিরপুরে জাতীয় এ প্লাস ক্যাম্পেইন ২০২১ উপলক্ষ্যে উপজেলা অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে হাসপাতাল সেমিনার কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে মিরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা পিযূষ কুমার সাহা’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিংকন বিশ্বাস। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ মামুনূর রশীদের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন মিরপুর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল মুত্তালিব, উপজেলা কৃষি কর্মকর্তা রমেশ চন্দ্র ঘোষ, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা হামিদা পারভীন, মিরপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক আব্দুল মজিদ জোয়ার্দ্দার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ জোবাইয়া ফারজানা জেরিন, উপজেলা শিক্ষক সমিতির সাধারন সম্পাদক শাহিনুল ইসলাম, উপজেলা ইমাম সমিতির সভাপতি আব্দুল মতিন, স্বাস্থ্য পরিদর্শক ছানাউল্লাহ প্রমুখ। এ সময় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।