মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়া-মেহেরপুর মহাসড়কের মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গেটের সামনে ট্রলির নিচে চাপা পড়ে মহিরন খাতুন (৬০) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। গতকাল বুধবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গেটের সামনের রাস্তা পার হওয়ার সময় এ দূর্ঘটনা ঘটে। নিহত মহিরন খাতুন পাশ্ববর্তী দৌলতপুর উপজেলার শেরপুর শেনপাড়া গ্রামের মৃত আজিম উদ্দিনের স্ত্রী। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মস্তফা জানান, দুপুরে হাসপাতাল থেকে শিশু নাতিকে নিয়ে রাস্তা পার হচ্ছিলেন মহিরন খাতুন নামের এক বৃদ্ধা। এসময় কুষ্টিয়া- মেহেরপুরগামী দ্রুতগতির একটি ট্রলি তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ঐ বৃদ্ধা নিহত হয়। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। পুলিশ ঘাতক ট্রলিটিকে আটক করেছে।
Leave a Reply