আমলা অফিস ॥ কুষ্টিয়ার মিরপুরে সড়ক দুর্ঘটনায় বাবু বিশ্বাস (৫০) এক দিনমজুর নিহত হয়েছে। সে উপজেলার ছাতিয়ান উত্তরপাড়ার আচান বিশ্বাসের ছেলে। নিহত বাবু পেশায় একজন দিনমজুর। গতকাল মঙ্গলবার ভোরে উপজেলার ফুলবাড়ীয়া ইউনিয়নের হাজিমোড়ে নসিমনের সাথে পাখিভ্যানের ধাক্কা লাগে। এতে বাবু (৫০), তার ভাই জামশেদ (৪৫) ও আনারুল (৩৮) নামের পাখিভ্যানের তিনযাত্রী মারাত্মক আহত হয়। পরে স্থানীয় জনগণ আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। আহতদের মধ্যে বাবু ও জামশেদের অবস্থার অবনতি হলে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে স্থানাস্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বাবুর মৃত্যু হয়। নিহতের ভাতিজা ফারুক জানান, ভোর ৫টার সময় আমার বাপ-চাচাসহ আরো কয়েকজন পাখিভ্যান যোগে আমকাঁঠালিয়ায় কাজে যাচ্ছিল। ফুলবাড়িয়া হাজিমোড় এলাকায় পৌঁছালে সামনে থেকে নসিমন এসে ধাক্কা দেয়। এতে করে আমার চাচা (বাবু) রাস্তার উপরে ভ্যানের নিচে পড়ে যায়। এছাড়াও বাবা জামশেদ আলী ও অপর যাত্রী আনারুল গুরুত্বর আহত হয়। পরে স্থানীয় জনগণ তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখান অবস্থার অবনতি হলে চাচা ও বাবাকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে স্থানান্তর করে। কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চাচা বাবু মারা যায়। আমার বাবা কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ও আনারুল মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে বলে তিনি জানান।
Leave a Reply