হাবিবুর রহমান ॥ কুষ্টিয়ার মিরপুরে করোনা বিস্তার রোধে জনসাধারণকে ঘরে থাকার আহ্বান জানিয়ে পুলিশের সচেতনতা সৃষ্টির লক্ষে এক বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে উপজেলার চিথলিয়া ইউনিয়ন পরিষদ থেকে এক বিশেষ মহড়া বের হয়ে ওই ইউনিয়নের বিভিন্ন পাড়া-মহল্লা প্রদক্ষিণ করেন। এ সময়ে উপস্থিত ছিলেন চিথলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দিন পিস্তুল, মিরপুর থানার এসআই মুন্সী মাহফিজুর রহমান, এএসআই কামরুজ্জামান, প্রেসক্লাবের সহ-সভাপতি রাশেদুজ্জামান রিমন, সাধারণ সম্পাদক আব্দুল মজিদ জোয়ার্দ্দার, চিথলিয়া ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুস সাত্তার, আব্দুল মমিন, আব্দুর রহিম, কফের আলী, গোলাপ আলী প্রামানিক, হামিদুল ইসলাম, আব্দুর রাজ্জাক রাজা, ইউনিয়ন যুবলীগের সভাপতি জিয়াউর রহমান জিয়া প্রমুখ। এ সময়ে করোনা বিস্তার রোধে সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ, মাস্ক ব্যবহার, ঘন ঘন সাবান দিয়ে হাত ধোয়ার ও যেখানে সেখানে থুথু ফেলা থেকে বিরত থাকা এবং বিনা প্রয়োজনে ঘরের বাহিরে না যাওয়ার আহ্বান জানানো হয়। পরে স্থানীয় জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করা হয়।