আমলা অফিস ॥ কুষ্টিয়ার মিরপুরে দিনব্যাপী প্রাণীসম্পদ প্রদর্শনীয় মেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দিনব্যাপী উপজেলা প্রাণীসম্পদ দপ্তরে এ মেলা অনুষ্ঠিত হয়। সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা লিংকন বিশ্বাসের সভাপতিত্বে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিরপুর পৌরসভার মেয়র হাজী এনামুল হক। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান আবুল কাশেম জোয়ার্দ্দার, উপজেলা কৃষি কর্মকর্তা রমেশ চন্দ্র ঘোষ, উপজেলা মৎস্য কর্মকর্তা রাজিউল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জুলফিকার হায়দার, উপজেলা নির্বাচন কর্মকর্তা দোলন কান্তি চক্রবর্তী, উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর উত্তম কুমার বিশ^াস, প্রেসক্লাবের সহ-সভাপতি রাশেদুজ্জামান রিমন, সাধারণ সম্পাদক মজিদ জোয়ার্দ্দার প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা ভারপ্রাপ্ত প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ সোহাগ রানা। পরে মেলায় অংশগ্রহণকারী খামারীদের মধ্যে থেকে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। মিরপুরের আশীষ ডেইরি ফার্মের গাভী গরু প্রাণীসম্পদ প্রদর্শনীয় মেলায় প্রথম স্থান অধিকার করেছে।
You cannot copy content of this page
Leave a Reply