আমলা অফিস ॥ কুষ্টিয়ার মিরপুরে হাজী ওয়াহেদ আলীর স্মরণে ফুলবাড়ীয়া স্বেচ্ছাসেবী সংস্থা ও খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের যৌথ উদ্যোগে “অন্ধ জনে দেহ আলো ” শ্লোগানে গতকাল বৃহস্পতিবার দিনব্যাপী মহিলা ডিগ্রী কলেজে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। পোড়াদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুজ্জামান বিশ্বাস মজনু প্রধান অতিথি থেকে এ চক্ষু শিবিরের উদ্বোধন করেন। এ সময়ে ফুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী আব্দুস সালাম, ফুলবাড়ীয়া স্বেচ্ছাসেবী সংস্থার সভাপতি জাহেদ আলী, পরিচালক ইয়ারুল হক প্রমুখ উপস্থিত ছিলেন। খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের সহকারী সার্জন ডাঃ আসিফ হাসান ও ডাঃ অয়ন সেন দিনব্যাপী প্রায় ৫ শতাধিক চক্ষু রোগী দেখেন এবং ব্যবস্থাপত্র প্রদান করেন। তাদেরকে ক্যাম্পের অর্গানাইজর মিজানুর রহমানের নেতৃত্বে ১১ সদস্যে একটি দল সার্বিক সহযোগিতা করেন। এ ব্যাপারে ফুলবাড়ীয়া স্বেচ্ছাসেবী সংস্থার পরিচালক ইয়ারুল হক জানান অপারেশন ও লেন্স সংযোজনের জন্য মনোনীত ব্যক্তিদের বিনামূল্যে চিকিৎসা প্রদান ও অপারেশন করা হবে। অপারেশনের জন্য ২৫০ জন মনোনীত হয়েছে। এদের মধ্যে বিকেলে ৫০ জনকে খুলনা বিএনএসবি’র চক্ষু হাসপাতালে নিজস্ব পরিবহনে খুলনায় নেওয়া হয়েছে। বাকীদের পর্যায়ক্রমে খুলনায় নেওয়া হবে।
You cannot copy content of this page
Leave a Reply