আমলা অফিস ॥ গ্রামবাংলার ঐতিহ্য ধরে রাখতে বিচিত্র ধরনের ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলাটি কুষ্টিয়ার মিরপুর উপজেলার ফুলবাড়ীয়া ইউনিয়নের কামিরহাট স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। এতে বিবাহিত ফুটবল একাদশ আর অবিবাহিত ফুটবল একাদশ দলের মধ্যে এ খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে প্রতি বছরের ন্যায় এবারো আনন্দঘন পরিবেশে ফুটবল খেলায় শত শত মানুষের মাঝে এমন খেলায় সবার মনে টানটান উত্তেজনায় ছেলের বিপক্ষে খেলছে বাবা। আর বাবার বিপক্ষে খেলছে ছেলে। গ্রামের সকল বিবাহিতরা ছিলো তাদের দলের পক্ষে। তেমনি অবিবাহিত দল ছিলো তরুণ প্রজন্মের দল। আর সেখানে সবার মাঝে ছিলো আনন্দের বহিঃপ্রকাশ। খেলায় অবিবাহিত একাদশ ২ টি গোল করেন। আর বিবাহিত একাদশ ১ টি গোল করেন। অবিবাহিত ফুটবল একাদশ বিজয়ী হয়। ফুলবাড়ীয়া ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম বলেন- করোনার মধ্যে এই অসুস্থ পরিবেশ থেকে সবাইকে আনন্দ দেওয়ার সামান্য চেষ্টা মাত্র। এছাড়া অলস সময়ে যুব সম্প্রদায় যেন মাদকাসক্ত না হয়ে পরে সেদিকে খেয়াল রেখেই এই খেলার আয়োজন করা হয়েছে।
You cannot copy content of this page
Leave a Reply