আমলা অফিস ॥ কুষ্টিয়ার মিরপুরে ভ্রাম্যমাণ আদালতে তিন ব্যাবসায়ীকে ৭৩ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১২ মে) সকালে উপজেলার পোড়াদহ বাজারে মিরপুর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল কাদেরের নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় মেয়াদ উত্তীর্ণ ঔষধ সংরক্ষণ ও বিক্রয়ের অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৫১ ধারা অনুযায়ী সাকিব ফার্মেসিকে ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। লাইসেন্স গ্রহন ব্যতিরেকে সোয়াবিন, পাম ও সরিষার তেল গুদামজাত করার অপরাধে কৃষি বিপনন আইনের ৬ (১)/১৯ (১) (ক) ধারা অনুযায়ী মেসার্স পাল ভা-ারকে ২০ হাজার টাকা অর্থদ- প্রদান করা হয় এবং লাইসেন্স ব্যতীত মৎস্য ও পশুখাদ্য বিক্রয় করায় মৎস্য ও পশুখাদ্য আইনের ৪/২০ ধারা আনুযায়ী ভাই ভাই ফার্মেসিকে ৩ হাজার টাকা অর্থদ- প্রদান করা হয়। এসময়ে মোবাইল কোর্ট পরিচালনাকালে সহকারি কমিশনার (ভূমি) হারুন অর রশিদ, মিরপুর উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের ভেটেনারী সার্জন সোহাগ রানা এবং মিরপুর থানা পুলিশের সদস্যগন সহযোগিতা প্রদান করেন।
Leave a Reply