আমলা অফিস \ কুষ্টিয়ার মিরপুরে মালিথা মৎস্য খামার থেকে একটি মেছো বাঘ আটক করেছে এলাকাবাসী। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেছো বাঘটিকে উদ্ধার করে। গতকাল বুধবার বিকেল ৫টার সময় মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের কুশাবাড়িয়া আতিয়ার মালিথা মৎস্য খামারের হাতির বাউরী নামক স্থান থেকে এ বন্যপ্রাণিটি উদ্ধার করা হয়। আসাদুল হক মিল্টন মালিথা জানান, উক্ত এলাকায় মুন্নাত পালোযান নামের এক ব্যক্তি মেছো বাঘটিকে দেখতে পেয়ে চিৎকার করলে স্থানীয় এগিয়ে আসলে তার নেতৃত্বে আলেফ, লিটন, বিল্লাল, রতন মালিথাসহ বেশ কয়েকজন মিলে মেছো বাঘটিকে আটক করে লোহার খাঁচায় বন্দি করে। খবর পেয়ে আমলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মালিথা কুশাবাড়িয়া গ্রামে গিয়ে স্থানীয় জনগনকে মেছো বাঘটিকে হত্যা না করার আহবান জানান। সেই সাথে তিনি বিষয়টি মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবগত করেন। মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিংকন বিশ্বাস জানান, স্থানীয়রা মেছো বাঘটিকে ধরে খাঁচায় আটকে রাখে। পরে খবর পেয়ে সেটিকে উদ্ধার করা হয়। বনবিভাগের কর্মকর্তাদের খবর দেওয়া হয়েছে, তাদের কাছে জীবিত মেছো বাঘটিতে হস্তান্তর করা হবে।
You cannot copy content of this page
Leave a Reply