মিরপুর প্রতিনিধি \ র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খানের নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল গতকাল মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার সময় কুষ্টিয়ার মিরপুর উপজেলার নওদা শামুকিয়া গ্রামে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। ওই অভিযানে ৫শত পিছ টাপেন্টাডল ট্যাবলেটসহ মোঃ রুবেল কবিরাজ (২৬) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। রুবেল মিরপুরের নওদা শামুকিয়া গ্রামের মকফর কবিরাজের ছেলে। পরবর্তীতে গ্রেফতারকৃত রুবেলের বিরুদ্ধে মিরপুর থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয় এবং উদ্ধারকৃত আলামতসহ তাকে মিরপুর থানায় সোপর্দ করা হয়েছে।
Leave a Reply