কাঞ্চন কুমার ॥ কুষ্টিয়ার মিরপুরে লকডাউন বাস্তবায়নে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। গতকাল সোমবার সকালে লকডাউনের পঞ্চম দিনে উপজেলা পরিষদের চেয়ারম্যান কামারুল আরেফিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা লিংকন বিশ্বাস এবং সেনাবাহিনীর সদস্যরা ঈগলচত্বরে বাজার পরিদর্শন করেন। এ সময়ে সরকারি বিধি নিষেধ বাস্তবায়নে তারা আলোচনা করেন। পরে উপজেলা পরিষদের চেয়ারম্যান কামারুল আরেফিন বলেন- প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের জনগণকে নিরাপদে রাখতে সারাদেশে দুই সপ্তাহের কঠোর বিধি নিষেধের ঘোষনা করেছেন। প্রধানমন্ত্রীর ঘোষণা বাস্তবায়নে আমাদের শক্ত অবস্থানে থাকতে হবে। জনসাধারণকে মাস্ক ব্যবহার নিশ্চত করতে হবে, সেইসাথে বিধি নিষেধ ভঙ্গকারীদের আইনের আওতায় আনা হবে। তিনি সেনা সদস্যদের টহল জোরদারের পাশাপাশি বিভিন্ন বাজারে নেমে কিছুক্ষন অবস্থান করার অনুরোধ জানান। তাহলে লকডাউন বাস্তবায়ন করা সহজ হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা লিংকন বিশ্বাস বলেন- কোভিড-১৯ মোকাবেলায় কঠোর বিধি নিষেধের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির বিকল্প নেই। সাধারন মানুষকে ঘরে রাখতে নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে র্যাব, পুলিশ, সেনাবাহিনী, বিজিবি নিয়মিত টহল দিচ্ছে। মাইকিং করে করোনা ভাইরাস মহামারী মোকাবেলায় করনীয় সম্পর্কে জনসচেতনতামূলক প্রচারনা চালানো হচ্ছে। ইউনিয়নের বিট পুলিশ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বার আমাদের সাথে থেকে আমাদের সার্বিক সহযোগিতা করেছেন। এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার কাউন্সিলর সাইফুল গনি প্যারিন, রেজাউল করিম, আলম মন্ডল, প্রেসক্লাবের সাধারন সম্পাদক আব্দুল মজিদ জোয়ার্দ্দার, সাংবাদিক আলম মন্ডল প্রমুখ।
You cannot copy content of this page
Leave a Reply