আমলা অফিস ॥ কুষ্টিয়ার মিরপুরে করোনা ভাইরাস সংক্রমণ রোধে মাস্ক বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার (১৬ জুন) সকালে মিরপুর সম্মিলিত নাগরিক সমাজের উদ্যোগে মিরপুর বাজার মুক্তিযোদ্ধা চত্বরে সাধারন মানুষের মাঝে এ মাস্ক বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন মিরপুর পৌরসভার মেয়র ও সম্মিলিত নাগরিক সমাজের সহ-সভাপতি হাজী এনামুল হক, মিরপুর সম্মিলিত নাগরিক সমাজের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নজরুল করিম, মিরপুর পৌরসভার কাউন্সিলর নজরুল ইসলাম মল্লিক, মিরপুর পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান তাহা, মিরপুর প্রেসক্লাবের সভাপতি কাঞ্চন কুমার হালদার, সহ-সভাপতি রাশেদুজ্জামান রিমন, সাধারন সম্পাদক আব্দুল মজিদ জোয়ার্দ্দার, নির্বাহী সদস্য আসাদুর রহমান বাবু, মিরপুর নাগরিক কমিটির সহ-প্রচার সম্পাদক সুমন মাহমুদ, মিরপুর ডিএস ক্লাবের সভাপতি আলমগীর মন্ডল প্রমুখ। এসময় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।