মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুর উপজেলার চৌদুয়ার নওদাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সুযোগ্য প্রধান শিক্ষক জহুরা খাতুনের অবসর জনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। আমলা ক্লাস্টারের সকল প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে গতকাল বুধবার সকালে বিদ্যালয় চত্বরে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারি শিক্ষা অফিসার এস এম আবুল ফজলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কামারুল আরেফিন। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান মর্জিনা খাতুন, উপজেলা শিক্ষা অফিসার মাসুদ রানা, আমলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একলিমুর রেজা সাবান জোয়ার্দ্দার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আফতাব উদ্দিন খান, নজরুল করিম, সহকারি উপজেলা শিক্ষা অফিসার খন্দকার শেফাইনুর আরেফিন, সৈয়দ মাসুদুল ইসলাম, সেলিনা খাতুন, রবিউল ইসলাম। এ সময়ে বিদ্যালয়ের সভাপতি তারেক মোহাম্মদ তুষার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডিপুটি কমান্ডার এনামুল হক, মুক্তিযোদ্ধা নওশাদ আলী, অত্র বিদ্যালয়ের সাবেক এস এম সি সভাপতি হাসেম আলী, আহসান আলী শেখ প্রমুখ উপস্থিত ছিলেন। পুরাতন আজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুল হকের পরিচালনায় বক্তব্য রাখেন সংবর্ধিত প্রধান শিক্ষক জহুরা খাতুন।অনুষ্ঠান শেষে বিদায়ী প্রধান শিক্ষক জহুরা খাতুনকে আমলা ক্লাস্টার এর পক্ষ থেকে উপহার সামগ্রী প্রদান করা হয়।
You cannot copy content of this page
Leave a Reply