হাবিবুর রহমান ॥ কুষ্টিয়ার মিরপুরে পারিবারিক কলহের জের ধরে ক্ষুব্ধ স্বামীর হাতুরি পেটায় গুরুতর আহত স্ত্রী পলি খাতুন (২৬) নামের গৃহবধু দীর্ঘ ৮ দিন মৃত্যুর সাথে যুদ্ধ করে মৃত্যুবরণ করেছে বলে অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার দুপুর ২টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থার তার মৃত্যু হয় বলে পারিবারিক সূত্রের দাবি। নিহত পলি খাতুন মিরপুর উপজেলার খয়েরপুর গ্রামের বাসিন্দা রফিকুল ইসলামের কণ্যা এবং একই এলাকার গ্রাম পুলিশ আয়ূব আলীর ছেলে আবু বক্করের স্ত্রী। স্থানীয় এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা যায়, গত ২ জুন গভীর রাতে উপজেলার খয়েরপুর গ্রামের চৌকিদার আয়ুব আলীর ছেলে আবু বক্কর ঘুমন্ত অবস্থায় স্ত্রী পলি খাতুনের মাথায় উপর্যুপরি হাতুরি পেটা করে। এসময় পাশে ঘুমন্ত শিশু পূত্র হামজা (৮) র ঘুম ভেঙ্গে গেলে মায়ের রক্তাক্ত অবস্থা দেখে চিৎকার শুরু করে। চিৎকার শুনে আশপাশের প্রতিবেশী জড়ো হলে পাষন্ড স্বামী আবু বক্কর ঘর থেকে বেড়িয়ে পালিয়ে যায়। সেখানে রক্তাক্ত জখমে গুরুতর আহত পলি খাতুনকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায় এলাকাবাসী ও পরিবার। হাসপাতালের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক রোগীর অবস্থা আশঙ্কাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ দেন। পরে পরিবারের লোকজন ৩ জুন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জারী বিভাগে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার পলি খাতুন মৃত্যুবরণ করেন। নিকটস্থ প্রতিবেশীদের অভিযোগ বেশ কিছুদিন ধরেই আবু বক্কর ও পলি খাতুনের মধ্যে দাম্পত্য কলহ চলছিলো। মিরপুর থানার উপ-পুলিশ পরিদর্শক আবু সাইদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পর থেকেই অভিযুক্ত আবু বক্কর পলাতক রয়েছে বলে আমরা জানতে পেরেছি। মিরপুর থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খয়েরপুর গ্রামের পলি খাতুন নামের এক গৃহবধু স্বামীর নির্যাতনে আহত হয়ে রাজশাহী মেডিকেলে চিকিৎসাধীণ অবস্থায় মৃত্যু হয়েছে বলে শুনেছি। তবে এবিষয়ে এখনও কেউ থানায় অভিযোগ নিয়ে আসেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে পুলিশ।
You cannot copy content of this page
Leave a Reply