আমলা অফিস ॥ কুষ্টিয়ার মিরপুরে “উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্প” এর আওতায় শতাধিক পাট চাষীদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দিনব্যাপি মিরপুর উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এসময় কুষ্টিয়া জেলা পাট উন্নয়ন কর্মকর্তা মামুন-উর-রশিদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লিংকন বিশ্বাস। এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা ড. হায়াত মাহমুদ, মুখ্য পাট পরিদর্শক সোহরাব উদ্দিন বিশ্বাস, উপজেলা পরিষদের ভাইস- চেয়ারম্যান আবুল কাশেম জোয়ার্দ্দার, উপজেলা কৃষি কর্মকর্তা রমেশ চন্দ্র ঘোষ, বিএডিসি’র সহকারী পরিচালক (পাটবীজ) আবু বক্কর খাঁন, উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা রাশেদ আহম্মেদ প্রমুখ। এসময় মিরপুর উপজেলার ১শ জন পাট চাষীকে উন্নত প্রযুক্তিতে পাট ও পাটবীজ উৎপাদন এর উপরে প্রশিক্ষণ প্রদান করা হয়।