আমলা অফিস ॥ স্বাধীনতার ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষ্যে কুষ্টিয়ার মিরপুরে বনজ, ফলজ ও ঔষুধী গাছের চারা রোপন করা হয়েছে। সামাজিক বনায়ন সৃষ্টির লক্ষ্যে এ গাছের চারা রোপন করা হয়। মঙ্গলবার দিনব্যাপি মিরপুর উপজেলার কাতলামারী এলাকায় ৫০ বিঘা জমিতে বনায়ন সৃষ্টির লক্ষ্যে এ চারা রোপন কর্মসূচি পালিত হয়। “বনায়ন কর্মসূচি” এর আওতায় এবছর কুষ্টিয়ার চার লাখ ষাট হাজার বনজ, ফলজ ও ঔষুধী গাছের উৎপাদন করা হয়েছে। এর মধ্যে শুধুমাত্র মিরপুর উপজেলায় ৪ লাখ গাছের চারা রোপন করা হবে বনায়ন কর্মসূচির আওতায়। গতকাল মঙ্গলবার সদরপুর ইউনিয়নের কাতলামারী এলাকার “মিয়া ভাই প্রজেক্টে” এ বিশ হাজার চারা রোপন করা হয়। এসময় উপস্থিত ছিলেন মিয়া ভাই প্রজেক্টর সভাপতি সামসুল আরেফিন অমূল্য, “বনায়ন কর্মসূচি” এর কৃষিবিদ তানজীন, কৃষিবিদ নাহিদ হাসান, কৃষিবিদ তানজীনা ইসলাম, বনায়ন কর্মসূচির মাঠ পরিদর্শক আক্তারুজ্জামান, মিরপুর প্রেসক্লাবের সভাপতি কাঞ্চন কুমার প্রমুখ। উদ্বোধনকালে বক্তারা পতিত জমিতে বৃক্ষ রোপনের আহবান জানান।
You cannot copy content of this page
Leave a Reply