নিজ সংবাদ ॥ কুষ্টিয়া মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল প্রফেসর ডাঃ ইফতেখার মাহমুদ ও বিশ^স্বাস্থ্য সংস্থার অনুজীব বিজ্ঞানী মামুন হাসান হিমেলের সার্বিক সহযোগিতায় কুষ্টিয়ার মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স যক্ষা কোভিড ১৯ এর টেষ্টের জন্য বিভিন্ন ধরনের কীটস পেতে যাচ্ছে। জিন এক্স মেশিন দ্বারা কোভিড পরীক্ষার যন্ত্রাদীসহ বিভিন্ন কীটসের মধ্যে রয়েছে কার্টিজ ৫০০পিস, ২০০পিস সার্জিক্যাল গ্লোভস, ৪০পিস এন ৯৫মাস্ক এবং ২লিটার এথানল। স্বাস্থ্য অধিদপ্তরের এক চিঠিতে এতথ্য জানা গেছে। খুব শীগ্রই এসব কীটস মিরপুর উপজেলা হাসপাতালে পৌছবে বলে আশা কার যায়।