কাঞ্চন কুমার ॥ কুষ্টিয়ার মিরপুর ডিএস ক্লাবের দুই যুগপূর্তি উপলক্ষে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে মিরপুর আরই অফিস সংলগ্ন মাঠে মিরপুর ডিএস ক্লাবের সিনিয়র বনাম জুনিয়রদের মধ্যে এ প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। মিরপুর ডিএস ক্লাবের আয়োজনে দাতা নার্সিং হোম এন্ড ডায়াগনেষ্টিক সেন্টারের সৌজন্যে প্রীতি ক্রিকেট ম্যাচে-২০২১ ডিএস ক্লাবের সিনিয়র বনাম জুনিয়রদের মধ্যকার উত্তেজনাকর ম্যাচে জয়লাভ করেন ডিএস ক্লাব সিনিয়র দল। টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ডিএস ক্লাব জুনিয়র। ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারের ৩ বল আগেই সব উইকেট হারিয়ে ১৬৭ রান সংগ্রহ করে। জবাবে ১৬৮ রানের টার্গেটে ব্যাট করতে নামে ডিএস ক্লাব সিনিয়র শুরু থেকে ভালো করে শেষ পর্যন্ত ১ উইকেটে জয়লাভ করে। ডিএস ক্লাব জুনিয়র ১৬৭ ডিএস ক্লাব সিনিয়র ১৭০ ও ১ উইকেট ৩ রানের জয় নিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ব্যাটিংয়ে ৩০ রান ও বোলিং এ ৪ উইকেট নিয়ে খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন ডিএস ক্লাব সিনিয়র পলাশ কুমার পাল। মিরপুর ডিএস ক্লাবের সভাপতি মোঃ আলমগীর মন্ডলের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া জেলা পরিষদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ আলী জোয়র্দ্দার, মিরপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল হালিম, মিরপুর পৌরসভার কাউন্সিলর জাহিদ হোসেন, আপান মোল্লা, হালিমা খাতুন, মিরপুর প্রেসক্লাবের সভাপতি কাঞ্চন কুমার হালদার, সহ-সভাপতি রাশেদুজ্জামান রিমন, সাধারণ সম্পাদক আব্দুল মজিদ জোয়ার্দ্দার, মিরপুর প্রেসক্লাবের নির্বাহী সদস্য আছাদুর রহমান বাবু প্রমুখ। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।