নিজ সংবাদ ॥ ধানের ভরা মৌসুমেও চালের বাজারে নৈরাজ্য ঠেকাতে কুষ্টিয়ায় চালকল মালিকদের সাথে জেলা প্রশাসন মতবিনিময় করেছে। গতকাল বৃহস্পতিবার (২ জুন) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা শুরু হয়ে বেলা ১১টা ৪৫ মিনিটে শেষ হয়। মতবিনিময় সভায় জেলা প্রশাসক সাইদুল ইসলামের সভাপতিত্বে কুষ্টিয়া চেম্বার অব কমার্সের সভাপতি রবিউল ইসলাম, জেলা খাদ্য নিয়ন্ত্রক সুবীর নাথ চৌধুরী, সিনিয়র কৃষি বিপনন কর্মকর্তা আব্দুস ছালাম তরফদারসহ জেলা প্রশাসন, খাদ্য বিভাগের কর্মকর্তারা ও দেশের অন্যতম প্রধান চালের মোকাম কুষ্টিয়ার খাজানগরের প্রায় ৩০জন অটো রাইস মিলের মালিকরা উপস্থিত ছিলেন। সভায় মিল মালিকরা দাবি করেন ধানের দাম বৃদ্ধির ফলে চালের দাম বেড়েছে। বাজার নিয়ন্ত্রণ রাখতে তারা সহযোগীতা করবেন কিন্তু অভিযান চান না। অভিযান চললে চাল উৎপাদনে ঘাটতি হবে। এতে পরিস্থিতি আরো অবণতি হবে বলেও দাবি করেন মিল মালিকরা। জেলা প্রশাসক সাইদুল ইসলাম বলেন, এখন থেকে প্রত্যেক মিলকে তাদের মজুদ, ধান কেনা, চাল বিক্রি, কোথায় বিক্রি করছেন, ধান কোথায় থেকে কত দরে কিনছেন প্রতিদিনের হিসেবে প্রতিদিন খাদ্য বিভাগকে দিতে হবে। জেলা খাদ্য নিয়ন্ত্রক আজই একটি কাগজে ফরমেট দেবেন সেটা পূরন করে প্রতিদিন খাদ্য বিভাগে দাখিল করতে হবে। এদিকে, প্রধানমন্ত্রীর ঘোষণা, অভিযান এসব কোনো কিছুই চালের বাজারে কোনো প্রভাব পড়েনি। বরং কুষ্টিয়ার বাজারে সরু চালের কেজিতে আরো এক টাকা বেড়ে ৬৭ টাকা দরে বিক্রি হচ্ছে। বুধবার সকালে এই চালের দাম ছিলো ৬৬ টাকা। এ নিয়ে গত এক মাসে ৭ দফায় কুষ্টিয়ার সরু চাল কেজিতে ১১ টাকা বেড়েছে। এতে নাভিশ^াস উঠেছে নিম্ন আয়ের মানুষদের।
Leave a Reply