ঢাকা অফিস ॥ মিয়ানমারের ৮ ব্যক্তি এবং ৪ প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্য। সোমবার নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেয়া হয়। গত ১লা ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থান এবং এরপরে গণতন্ত্রপন্থী বিক্ষোভকারীদের সহিংসভাবে দমনের অভিযোগে নতুন এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। নিষেধাজ্ঞায় থাকা ৮ ব্যক্তি হলেন জান্তা সরকারের মন্ত্রী-উপমন্ত্রী এবং অ্যাটর্নি জেনারেল, যারা গণতন্ত্র ও আইনের শাসন ক্ষুন্ন করে মানবাধিকার লঙ্ঘন করেছেন। বাকি ৪ প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে রাষ্ট্রীয় মালিকানাধীন ৩টি অর্থনৈতিক সংস্থা এবং সাবেক সেনাদের একটি সংস্থা। সামরিক বাহিনীর আয় বা কর্মকান্ডে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অবদান রাখছে এসব প্রতিষ্ঠান।
You cannot copy content of this page
Leave a Reply