ঢাকা অফিস ॥ মিয়ানমারে চলমান সহিংসতা চরমভাবে মানবাধিকার বিপর্যয় ঘটিয়েছে বলে সতর্ক করেছে জাতিসংঘ। এই বিপর্যয়ের জন্য শুধুমাত্র দেশটির সামরিক সরকার দায়ী বলে জানিয়েছেন সংস্থাটির মানবাধিকার বিষয়ক প্রধান মিশেল ব্যাশেলেট। শুক্রবার বিবৃতিতে তিনি জানান, কায়াহ, চীন কোচিনসহ বিভিন্ন রাজ্যে সশস্ত্র সহিংসতা জোরালো হচ্ছে। বিশেষ করে আদিবাসী ও ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের বসবাস করা অঞ্চলে সহিংসতা বেড়ে চলেছে। আসিয়ান দেশগুলোকে দেয়া প্রতিশ্রুতি সত্ত্বেও সামরিক জান্তা, সহিংসতা থেকে পিছু হটছে না। ফলে দেশটির সঙ্গে জাতিসংঘ, চীন ও আসিয়ানের শান্তি আলোচনার দৃশ্যত তেমন কোনো অগ্রগতি নেই। অর্থনীতিতে ধস, খাদ্য, বিশুদ্ধ পানীয়, চিকিৎসা সেবার অভাবসহ সীমান্ত এলাকাগুলোতে সহিংসতা আরও বাড়ছে। শুক্রবারও দেশটির বিভিন্ন শহরে আন্দোলনের খবর পাওয়া গেছে।
You cannot copy content of this page
Leave a Reply