মেহেরপুর প্রতিনিধি ॥ মেহেরপুরের মুজিবনগর উপজেলার বল্লভপুর-আনন্দবাস সড়কের বাগোয়ান মোড়ে সড়ক দূর্ঘটনায় ইজারুল ইসলাম (৪৮) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো ২ জন শ্রমিক। নিহত ইজারুল মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামের মওলা বকসের ছেলে। আহতদের বাড়ি একই গ্রামে। গতকাল শনিবার সকাল ৮টার টার দিকে বল্লভপুর-আনন্দবাস সড়কের বাগোয়ান মোড়ে হতাহতের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বাগোয়ান গ্রামের মোড়ের চায়ের দোকানদার রকিবুল জানান সকালের দিকে বল্লভপুরের দিক থেকে ইটভাঙ্গা গাড়ীযোগে করে দারিয়াপুর ও পুরন্দরপুর গ্রামের ইটভাঙ্গা শ্রমিকরা আনন্দবাস গ্রামের দিকে যাচ্ছিলেন। গাড়ীটি মোড়ে ঘুরতে গেলে, নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গর্তে উল্টিয়ে যায়। এসময় গাড়ীর নিচে চাপা পড়ে ৩জন আহত হয়। পরে তাদেরকে উদ্ধার করে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। এসময় ইটভাঙ্গা শ্রমিক ইজাররুল মারা যান। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মুজিবনগর থানার ওসি আব্দুল হাশেম।
You cannot copy content of this page
Leave a Reply