মেহেরপুর প্রতিনিধি ॥ মেহেরপুরেরর মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল শুরুর আগেই দু’সভাপতির প্রার্থীর নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে নারীসহ কয়েকজন আহত হয়েছেন। আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। গতকাল সোমবার সকাল সাড়ে ১১টার দিকে মুজিবনগর কমপ্লেক্স অডিটোরিয়াম চত্বরে সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান,মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল আজ সোমবার ১২টার দিকে অনুষ্ঠিত হবে। সে লক্ষে উপজেলার বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা মুজিবনগর কমপ্লেক্স চত্বরে সকাল ১০টার সময় থেকে জমায়েত শুরু হয়। এ সময় কাউন্সিলের দু’সভাপতি প্রার্থী জিয়াউদ্দীন কিশ^াস ও রফিকুল ইসলাম তোতার লোকজনের মধ্যে সংঘর্ষ বাধে। পরে পুলিশি তৎপরতায় পরিস্থিতি শান্ত হয়। অভিযোগ সূত্রে জানা গেছে,কয়েক মাস পূর্বে মুজিবনগর উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচন সম্পন্ন হয়। ওই নির্বাচনে রফিকুল ইসলামসহ তার পক্ষের নেতাকর্মীরা আওয়ামী লীগের দলীয় প্রার্থীর বিপক্ষে অবস্থান নিয়ে বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করেছেন। আজ সোমবার রফিকুল ইসলাম তোতাসহ তার নেতাকর্মীরা কাউন্সিল স্থলে আসা মাত্রই জিয়াউদ্দীন বিশ^াসের পক্ষের নেতাকর্মীরা উত্তেজনাকর পরিস্থিতি শুরু করে। পরে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ সুষ্টি হয়। এসময় দু’পক্ষের নারীসহ ৫জন আহত হয়। মুজিবনগর থানা সূত্র জানায়,পরিস্থিতি শান্ত হওয়ার পরই কাউন্সিলের কার্যক্রম শুরু হয়।
Leave a Reply