ক্রীড়া প্রতিবেদক ॥ কাতার বিশ্ব কাপের প্রস্তুতির অংশ হিসেবে আগামী জুনে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে প্রীতি ম্যাচে অংশ নিবে দুই চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা। অস্ট্রেলিয়ান পর্যটনমন্ত্রী মার্টিন পাকুলা বুধবার এই তথ্য নিশ্চিত করেছে। আগামী ১১ জুন অনুষ্ঠিতব্য ম্যাচটিতে লিওনেল মেসি ও নেইমারের খেলার কথা রয়েছে। পাঁচ বছর আগে সর্বশেষ এই দুই দল অস্ট্রেলিয়ার মাটিতে একে অপরের মোকাবেলা করেছিল। এমসিজির ৯৫ হাজার ধারনক্ষমতার প্রতিটি আসনই সেদিন পরিপূর্ণ ছিল। ম্যাচটিতে আর্জেন্টিনা ১-০ গোলে জয়ী হয়েছিল। স্থানীয় রেডিও স্টেশন ৩এডব্লিউ’তে পাকুলা বলেছেন, ‘কাতার বিশ^কাপের অংশ হিসেবে নিজেদের প্রস্তুতির জন্য এটি উভয় দলের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ম্যাচ হিসেবে বিবেচিত হচ্ছে। আমরা আশা করছি উভয় দলই তাদের সম্ভাব্য সেরা দলটিকেই এখানে পাঠাবে। ২০১৭ সালে ব্রাজিল বনাম আর্জেন্টিনার ম্যাচের মধ্যকার সফলতরা নিরিখে আমরা সবসময়ই চেয়েছি সুপারক্ল্যাসিকো যেন মেলবোর্নে ফেরত আসে। এর মাধ্যমে মেলবোর্নের পর্যটন খাতও অনেক লাভবান হবে। ভিক্টোরিয়ায় হাজার হাজার পর্যটক আসবে।’ এই ম্যাচটি ছাড়াও আগামী জুলাইয়ে মেলবোর্নে প্রিমিয়ার লিগের দুই দল ম্যানচেস্টার ইউনাইটেড ও ক্রিস্টাল প্যালেসও একটি প্রীতি ম্যাচে অংশ নিবে। কাতার বিশ^কাপ আগামী ২১ নভেম্বর শুরু হবে।
You cannot copy content of this page
Leave a Reply