গাংনী প্রতিনিধি ॥ মেহেরপুরে করোনায় আক্রান্ত হয়ে ৩জন বীর মুক্তিযোদ্ধাসহ ৪ জনের মৃত্যু হয়েছে। এরা হলেন-মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর গ্রামের বাসিন্দা সাবেক ইউপি সদস্য ও বীর মুক্তিযোদ্ধা হায়াত আলী (৬৫), জুগিন্দা গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা নাজের আলী (৬৫), মেহেরপুর অক্সফোর্ড কিন্ডার গার্টেনের সহকারী শিক্ষিকা শাম্মী আক্তার রাণী ও গাংনী উপজেলার বামন্দী গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা রওশন আলী (৭০)। গতকাল মঙ্গলবার ভোরে মেহেরপুর জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ৪ জনের মৃত্যু হয়। এ নিয়ে করোনায় মেহেরপুরে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৫০ জনে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন মেহেরপুর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মকলেছুর রহমান।
You cannot copy content of this page
Leave a Reply