গাংনী প্রতিনিধি ॥ মেহেরপুর সদর উপজেলার ঝাউবাড়িয়া গ্রামে কোলড্রিংকস ভেবে বিষপানে তাহসিন হোসেন (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শিশু তাহসিন ঝাউবাড়িয়া গ্রামের শাহ জামাল ওরফে শামীমের ছেলে। গতকাল সোমবার সকাল ৯টার দিকে তাহসিনের জানাজা শেষে নিজ গ্রামের গোরস্থান ময়দানে দাফন সম্পন্ন হয়। এর আগের দিন রোববার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাহসিন মারা যায়। জানা যায় গত শুক্রবার সকাল ৯টার দিকে এনার্জি ড্রিংকস ভেবে একটি বোতলে রাখা ঘাস নাশক বিষপান করে। এসময় সে অসুস্থ হয়ে পড়ে। এসময় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেয়। এসময় তার শারীরিক অবস্থার অবনতি দেখে কর্তব্যরত ডাক্তার তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করেন। সেখানেও তার অবস্থার অবনতি দেখা দেয়। পরে কর্তব্যরত ডাক্তার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাহসিনের মৃত্যু হয়। মেহেরপুর সদর থানার ওসি শাহ দারা খান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।