মেহেরপুর প্রতিনিধি ॥ মেহেরপুর বাগোয়ান ও মোনাখালী ইউনিয়নে গভীর নলকুপ স্থাপন শীর্ষক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত। আজ সোমবার বেলা ১১টায় ‘লাভোগ রেস্টুরেন্টে’ সংবাদ সম্মেলন এর আয়োজন করেন ‘ডেমোক্রেসি ইন্টার ন্যাশনাল বাংলাদেশ’। খুলনা অফিসের রিজিওনাল ম্যানেজার রুবাইয়াত হাসান এর উপস্থিতে এলাকার নাগরিকদের পক্ষে গুরুত্বপুর্ণ দাবি নিয়ে আলোচনা করেন এবং সাংবিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন রাজনৈতিক ফেলো ‘ডেমোক্রেসি ইন্টার ন্যাশনাল বাংলাদেশ’ মোহাম্মদ আলী সাঈদ সাংগঠনিক সম্পাদক মেহেরপুর জেলা ছাত্রদল ও মোছা: তকলিমা সভাপতি মুজিবনগর উপজেলা যুব মহিলা লীগ। সংবাদ সম্মেলনে মুল উপস্থাপনা ছিল মুজিবনগর ঘনবসতি দুটি ইউনিয়ন বাগোয়ান ও মোনাখালী, এখানে নিরাপদ ও আর্সেনিক মুক্ত পানির অভাবে জনদুর্ভোগ বেড়েই চলেছে ও বসবাসের অযোগ্য হয়ে পড়ছে যা এলাকাবাসীর মধ্যে ভীতির সঞ্চার সৃষ্টি এবং নিরাপদ পানির অভাবে সমগ্র উপজেলায় পানিবাহিত বিভিন্ন রোগের পার্দুভাব লেগেই থাকে। নিরাপদ পানি ও গভীর নলকুপের জন্য এলাকায় গণস্বাক্ষর করে মুজিবনগর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে স্বারকলিপি প্রদান সহ বিভিন্ন পর্যয়ে সমাধান নিয়ে কাজ করছে ‘ডেমোক্রেসি ইন্টার ন্যাশনাল বাংলাদেশ। তাদের উদ্দ্যেগে কয়েকটি গভীর নলকুপ স্থাপন সম্পন্ন হয়েছে। তাদের দাবী প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়া বিষয়টি গুরুত্ব সহকারে প্রচার ও প্রকাশ করে স্থানীয় জনগনের শতভাগ দাবি আদায়ে গুরুত্ব পুর্ণ ভুমিকা রাখবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মেহেরপুর প্রেসক্লাবের প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক গণ।