মেহেরপুর প্রতিনিধি \ মেহেরপুর সদর উপজেলার খোকসা গ্রামের শেখপাড়ায় মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছে সাথে ধাক্কা লেগে দূর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্বামী ও তার স্ত্রী নিহত হয়েছেন। আহত হয়েছে তাদের পরিবারের আরো ৫জন। নিহতরা হলেন-মেহেরপুরের মুজিবনগর উপজেলার মহাজনপুর ইউনিয়নের কোমরপুর গ্রামের আব্দুস সাত্তার (৬৫) ও তার স্ত্রী সারা খাতুন (৫৭)। আহতদের মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার দিবাগত আনুমানিক রাত দেড়টার দিকে এ দূর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, কোমরপুর গ্রামের আব্দুস সাত্তার ও তার স্ত্রী জটিল রোগে ভূগছিলেন। পরিবারের সদস্যেদের সঙ্গে নিয়ে একটি মাইক্রোবাসযোগে স্বামী-স্ত্রী রাজশাহী থেকে চিকিৎসা নিয়ে মেহেরপুরের গাঁড়াডোব-আমঝুপি সড়ক হয়ে খোকসা গ্রামের ভিতর দিয়ে বাড়ি ফিরছিলেন। মাইক্রোবাসটি খোকসা শেখপাড়ায় পৌঁছালে সড়কে কাঁদা থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছের সাথে ধাক্কা লাগে। ওই ধাক্কায় আব্দুস সাত্তার ও তার স্ত্রী সারা খাতুনসহ পরিবারের ৭জন আহত হয়। আহতদের চিৎকারে আশেপাশের লোকজন এসে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। এসময় কর্তব্যরত চিকিৎসক সারা খাতুনকে মৃত ঘোষণা করেন। পরে আব্দুস সাত্তারের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসা দেয়ার জন্য রাজশাহী নেয়ার পথে মারা যান। মেহেরপুর সদর থানার ওসি শাহ দারা খান হতাহতের বিষয়টি নিশ্চিত করেন।
You cannot copy content of this page
Leave a Reply