মেহেরপুর প্রতিনিধি ॥ মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান করা হয়েছে। তারই ধারাবাহিকতায় মেহেরপুর সদরে ১২টি, গাংনীতে ৩৯টি ও মুজিবনগর উপজেলার বিভিন্ন গ্রামের ৪টি পরিবারকে জমি ও গৃহ প্রদান করা হয়। রোববার সকালের দিকে মেহেরপুর সদর, গাংনী ও মুজিবনগর উপজেলা পরিষদ সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে আশ্রয়ণ প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের জমি ও গৃহ প্রদানের উদ্বোধন করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চ্যুয়ালের মাধ্যমে উদ্বোধন করেন। মেহেরপুর, গাংনী ও মুজিবনগর উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে। মুজিবনগর উপজেলা পরিষদ সভাকক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সুজন সরকার। এসময় বক্তব্য রাখেন মেহেরপুর জেলা প্রশাসক ড.মুনসুর আলম খান। এছাড়াও বক্তব্য রাখেন মুজিবনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান জিয়াউদ্দীন বিশ^াস প্রমুখ। গাংনী উপজেলা পরিষদ সভাকক্ষে উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন মেহেরপুর-২ (গাংনী) আসনের জাতীয় সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মেহেরপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এমএ খালেক। এসময় বক্তব্য রাখেন গাংনী পৌরসভার মেয়র আহম্মেদ আলী,গাংনী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারাহানা ইয়াসমিন প্রমুখ। মেহেরপুর সদর উপজেলা পরিষদ সভাকক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মাসুদুল আলম। এসময় বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট ইয়ারুল ইসলাম।
You cannot copy content of this page
Leave a Reply