মেহেরপুর প্রতিনিধি ॥ মেহেরপুরের মুজিবনগর উপজেলার মোনাখালী গ্রামে ঝড়ের কারণে গাড়ল জাতের ৬০টি ভেড়া মারা গেছে। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে কালবৈশাখী ঝড়ে মোনাখালী গ্রামের বাসিন্দা অ্যাডভোকেট মোখলেছুর রহমানের খামারের ভেড়ার মৃত্যু হয়। স্থানীয়রা জানান শুক্রবার সন্ধ্যার দিকে গুড়িগুড়ি বৃষ্টি ও প্রচন্ড আকারে ঝড় হয়। ঝড়ের কারণে মোখলেছুর রহমানের খামারের ছাউনি ও মাচান ভেঙ্গে যায়। ওই মাচান থেকে পড়ে ৬০টি ভেড়ার মৃত্যু হয়। মুজিবনগর থানা সূত্র মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানায়, পুলিশের একটিদল ঘটনান্থল পরিদর্শন করেছে।
Leave a Reply