মেহেরপুর প্রতিনিধি ॥ মেহেরপুরের মুজিবনগরে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে আসলিমা খাতুন (৬০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। আসলিমা মুজিবনগর উপজেলার মানিকনগর গ্রামের নিজাম আলী মন্ডলের স্ত্রী। গতকাল শনিবার ভোর সোয়া ৪টার দিকে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মেহেরপুর জেনারেল হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) মোকলেছুর রহমান জানান, আসলিমা খাতুন নামের ওই রোগি গত শুক্রবার দিবাগত রাত পৌনে ১টার দিকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি হয়। এর একদিন আগে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে ভর্তি ছিল। আসলিমা জটিল কিডনি রোগে ভূগছিল। একই সঙ্গে ডায়রিয়ায় আক্রান্ত হলে পানি শুণ্যতার কারণে প্রসাব আটকিয়ে যায়। পরে চিকিৎসাধীন থাকা অবস্থায় তার মৃত্যু হয়।
Leave a Reply