মেহেরপুর অফিস ॥ মেহেরপুর সদর উপজেলার উজুলপুর গ্রামে বজ্রপাতে জিয়ারুল ইসলাম (৪৫) নামের এক কৃষক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন মফিজুল ইসলাম (৪৫) ও হাবিবুর রহমান (৪০) নামের আরো ২জন কৃষক। হতাহতের বাড়ি উজুলপুর গ্রামে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে উজুলপুর গ্রামের মাঠে হতাহতের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান সকালের দিকে প্রচন্ড আকারে বৃষ্টি ও বজ্রপাত হচ্ছিল। এসময় বৃষ্টি ও বজ্রপাত উপেক্ষা করে গ্রামের মাঠে জিয়ারুল, মফিজুল ও হাবিবুর ধানের চারা উত্তোলন করছিলেন। এক পর্যায়ে আকস্মিকভাবে একটি বজ্রপাত তাদের শরীরে আঘাত পড়লে,ঘটনাস্থলেই জিয়ারুল নিহত হন। এসময় আহত হন মফিজ ও হাবিবুর। মাঠের অন্যান্য কৃষকরা তাদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। মেহেরপুর সদর থানার ওসি শাহ দারা খান জানান নিহতের লাশ উদ্ধার করা হয়েছে।