মেহেরপুর প্রতিনিধি ॥ মেহেরপুরে ফেনসিডিল রাখার অপরাধে দুই ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদন্ডাদেশ দিয়েছেন আদালত। গত রবিবার দুপুরে মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক মোঃ শহীদুল্লাহ এ আদেশ প্রদান করেন। দন্ডিতরা হচ্ছে- মেহেরপুর সদর উপজেলার বামন পাড়া গ্রামের মতি মল্লিকের ছেলে মামুন মল্লিক (২৫) ও টেংরামারী গ্রামের ইজালের ছেলে রবিউল ইসলাম (৪২)। দন্ডিতদেরকে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। মামলার বিবরনে জানা যায়, ২০১৮ সালের ৪ সেপ্টেম্বর ডিবি পুলিশের মোস্তফা শওকত জামান এর নেতৃত্বে এএসআই জসিম, মাহতাব উদ্দিন ,ইব্রাহিম বিশ্বাস সহ ডিবি পুলিশের একটি দল মেহেরপুর মুজিবনগর উপজেলার সাহেবপুর বাজার এলাকা থেকে সবজি বোঝাই একটি মিনি ট্রাক (ঢাকা মেট্রো -ড-১৪-২৩০৬) তল্লাশি চালিয়ে ৮০০ বোতল ফেন্সিড়? উদ্ধার করে। ওই ঘটনায় ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯(১)টেবিলের ক্রমিক নং (খ)/১৯(৪)ধারায় সদর থানায় একটি মামলা দায়ের করা হয়। যার মামলা নং-৭। সেশন কেস নং-২৬৬/২০১৯। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা প্রাথমিক তদন্ত শেষ করে আদালতে চার্জশিট দাখিল করেন। মামলায় মোট ১০ জন সাক্ষী তাদের সাক্ষ্য প্রদান করেন। এতে আসামী মামুন মল্লিক এবং রবিউল ইসলাম দোষী প্রমাণিত হওয়ায় তাদের যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো ৬ মাসের কারাদন্ডাদেশ দেন। মামলায় রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর পল্লব ভট্টাচার্য। এবং আসামী পক্ষে অ্যাডভোকেট খন্দকার একরামুল হক হীরা ও ইয়ারুল ইসলাম কৌশলী ছিলেন।
You cannot copy content of this page
Leave a Reply