মেহেরপুর প্রতিনিধি ॥ মেহেরপুর সদর উপজেলার জাদুখালী নদীর পাড়ে মাদক সেবনে বাধা দেয়ায় প্রকাশ্যে দিবালোকে সাবেক স্বেচ্ছাসেবকলীগ নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এসময় গণপিটুনিতে হত্যাকারীও নিহত হয়েছেন। নিহতরা হলেন- মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক যুগ্ম আহবায়ক ও যতারপুর গ্রামের কেরু মিয়ার ছেলে সাইদুল ইসলাম (৪০) এবং একই গ্রামের আবুল হোসেনের ছেলে মনিরুল ইসলাম মনি (২৪)। গতকাল শনিবার দুপুরের দিকে জাদুখালী-যতারপুর মোড়ের নদীর পাড়ের একটি বটগাছের নিচে এ হত্যাকান্ড ঘটে।
স্থানীয়রা জানান মনিরুল ইসলাম মনি নদীর পাড়ের বটগাছের নিচে বসে গাঁজা সেবন করছিলেন। এসময় সাইদুল তাকে গাঁজা সেবন করতে নিষেধ করেন। এনিয়ে মনি ক্ষিপ্ত হয়ে হাতে থাকা হাঁসুয়া (হেসু) দিয়ে তাকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যাচ্ছিলেন। এসময় মাঠের লোকজন তাকে ধরে গণপিটুনি দিলে মনি ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে মেহেরপুর জেলা প্রশাসক ড. মুনসুর আলম খান, পুলিশ পুলিশ সুপার এসএম মুরাদ আলি, মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার সুজন সরকার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এসময় মুজিবনগর থানার ওসি আব্দুল হাশেমসহ পুলিশের একাধিকদল সেখানে উপস্থিত ছিলেন। গতকালই নিহত দু’জনের লাশ উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ময়না তদন্ত শেষে নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। মেহেরপুর জেলা প্রশাসক ড. মুনসুর আলম ঘটনাস্থল পরিদর্শনকালে সাংবাদিকদের জানান মাদকে বাধা দেয়ার কারণে এ হত্যাকান্ড খুবই দুঃখজনক। তবে মাদকের সাথে কারা জড়িত রয়েছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
You cannot copy content of this page
Leave a Reply