মেহেরপুর প্রতিনিধি ॥ মেহেরপুর পৌরসভা ও চার ইউপি নির্বাচন সুষ্ঠ করতে নির্বাচন কমিশনারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ নির্বাচন কমিশনের নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মো ঃ আহসান হাবিব (অব ঃ) প্রার্থী, প্রশাসন, পুলিশ, নির্বাচন অফিসসহ বিভিন্ন দপ্তর প্রধানদের সাথে মতবিনিময় সভায় মিলিত হন। গতকাল শনিবার সকাল ১০টার দিকে মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান। বিশেষ অতিথি ছিলেন নির্বাচন কমিশনের যুগ্মসচিব নুরুজ্জামান তালুকদার, মেহেরপুর পুলিশ সুপার রাফিউল আলম, এনএসআই মেহেরপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক ইমদাদুল হক, খুলনা অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ইউনুচ আলী। সভায় স্বাগত ব্যক্তব্য রাখেন মেহেরপুর জেলা নির্বাচন অফিসার আবু আনছার। সভাটি সঞ্চালনায় করেন অতিরিক্ত জেলা প্রশাসক মৃধা মো ঃ মোজাহিদুল ইসলাম।
Leave a Reply