মেহেরপুর প্রতিনিধি ॥ মেহেরপুরের মুজিবনগর উপজেলার সীমান্তবর্তি দু’গ্রামে করোনা আক্রান্ত হয়ে ২জনের মৃত্যু হয়েছে। এরা হলেন-মুজিবনগর উপজেলার আনন্দবাস গ্রামের সালেহা খাতুন (৭০) ও মানিকনগর গ্রামের বাসিন্দা স্থানীয় ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ইছার উদ্দীন (৭৪)। গতকাল শুক্রবার সকালে নিজ বাড়িতে সালেহা ও মেহেরপুর জেনারেল হাসপাতালের করোনা ওয়ার্ডে ইছার উদ্দীন মারা যান। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে মেহেরপুর সিভিল সার্জন ডাক্তার নাসির উদ্দীন জানান, গেলো ৩১ মে সালেহা খাতুন ও ৭ জুন ইছার উদ্দীনের শরীরে করোনাভাইরাস সনাক্ত হয়। শুক্রবার সকালে তারা দু’জন মারা যায়। এদিকে গেলো ২৪ ঘণ্টায় মেহেরপুর জেলায় আরো ১২জন করোনা আক্রান্ত হয়েছে। বর্তমান মেহেরপুর জেলায় করোনা পজেটিভ রোগীর সংখ্যা ১১৯টি। এদের মধ্য মুজিবনগর উপজেলায় ৪০জনের পজেটিভ।
You cannot copy content of this page
Leave a Reply