গাংনী প্রতিনিধি ॥ মেহেরপুরের গাংনী উপজেলার মিনাপাড়া গ্রামে আবির হোসেন (১২) হত্যার ঘটনায় জট খুলেছে। মোবাইল ফোনের পাসওয়ার্ড নেয়াকে কেন্দ্র করে আবিরকে হত্যার শিকার হতে হয়েছে বলে গাংনী থানার ওসি বজলুর রহমান এক ব্রিফিংয়ে জানিয়েছেন। গতকাল বুধবার দুপুর ২টার দিকে সাংবাদিকদের সাথে ব্রিফিংয়ে গাংনী থানার ওসি এ তথ্য জানান। ওসি বজলুর রহমান জানান চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার শরিষাডাঙ্গা গ্রামের মালয়েশিয়া প্রবাসি আসাদুল হকের ছেলে আবির হোসেন (১২) তার মায়ের সাথে নানার বাড়ি মেহেরপুরের গাংনী উপজেলার ষোলটাকা ইউনিয়নের মিনাপাড়া গ্রামে ১০ বছর যাবত বসবাস করে আসছিল। গত ২৬ জুন বিকেলে শিশু আবির তার নানার গ্রাম থেকে নিখোঁজ হয়। নিখোঁজের পর এদিন (শনিবার) দিবাগত রাত ১২টার দিকে একটি পাটক্ষেত থেকে আবিরের হাত বাধা লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে মিনাপাড়া গ্রামের মিরাজুল ইসলামের ছেলে মোস্তফা আল মুজাহিদ ও একই গ্রামের ইউপি সদস্য নুহু নবীর ছেলে জুনাইদ ইসলাম ওরফে হামিমকে পুলিশ হেফাজতে নেয়া হয়। এ ঘটনায় একটি হত্যা মামলা হয়। মামলা নং-২৩,তারিখ-২৭/০৬/২১ ইং। পরে তাদের জিজ্ঞাসাবাদে হত্যার জট খুলতে শুরু করে। জিজ্ঞাসাবাদে মুজাহিদ জানায় আবির আমার মোবাইল ফোন মাঝে মাঝে ব্যবহার করতো। এবং মোবাইলফোনের পাসওয়ার্ড কৌশলে গোপন করে। আবির মোবাইলফোনের পাসওয়ার্ড গোপনে ব্যবহার করে আমার মোবাইলফোনের মোটা অংকের টাকা উত্তোলন করে। আমি পাসওয়ার্ড উদ্ধারের জন্য তাকে অনুরোধ করলেও সে দিতে চাইনা। বরং পাসওয়ার্ড পরিবর্তন করে। এ ক্ষোভ থেকে তাকে মিনাপাড়া গ্রামের মাঠে নিয়ে বন্ধু হামিমকে সাথে করে আবিবকে হত্যা করি।
You cannot copy content of this page
Leave a Reply