এ ঢাকা অফিস ॥ úনের একটি কারাগারে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি উদ্যোক্তা ও ম্যাক্যাফি অ্যান্টি ভাইরাসের নির্মাতা জন ম্যাক্যাফির মরদেহ পাওয়া গেছে। কর ফাঁকির মামলায় স্পেনের আদালত তাকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেয়ার অনুমোদন দেয়ার পর তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। তবে, তার মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। ম্যাক্যাফি আশির দশকে নিজ নামে ‘ম্যাক্যাফি’ প্রতিষ্ঠা করেন। ২০১১ সালে ইনটেলের কাছে প্রতিষ্ঠান বিক্রি করেন। এরপর আর কোনো ব্যবসায় জড়াননি। ৭৫ বছর বয়সী এই ব্যবসায়ী খামখেয়ালি আচরণের জন্য পরিচিত ছিলেন। বাণিজ্য নিষেধাজ্ঞা এড়াতে কিউবাকে সাহায্য করতে চেয়েছিলেন। কর ফাঁকির কথা স্বীকার করে ২০১৯ সালে বলেছিলেন, আদর্শিক কারণে যুক্তরাষ্ট্রে কর দেন না তিনি। বিচার থেকে বাঁচতে যুক্তরাষ্ট্র ছাড়েন তিনি। সেই থেকে বিলাসবহুল তরীতেই জীবনযাপন করছিলেন। গত বছর অক্টোবরে স্পেনের বার্সেলোনা বিমানবন্দরে ম্যাক্যাফিকে গ্রেপ্তার করা হয়।
You cannot copy content of this page
Leave a Reply