ঢাকা অফিস ॥ যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মায়ামিতে ভবন ধসে নিহতের সংখ্যা বেড়ে ১১ হয়েছে। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন ১৫০ জন। ঘটনার চার দিন পরও জীবিত কোন মানুষের সন্ধান পায় নি উদ্ধারকারীরা। নিখোঁজদের অপেক্ষায় ঘটনাস্থলের কাছে ভীড় করছেন স্বজনরা। পঞ্চম দিনের মতো উদ্ধার কাজ চলছে। মেক্সিকো ও ইসরায়েল থেকে আসা উদ্ধারকর্মীরাও অভিযানে অংশ নিয়েছে। এছাড়াও ক্ষতিগ্রস্তদের সন্ধানে ইনফ্রারেড ক্যামেরা, ড্রোন এবং প্রশিক্ষিত কুকুর ব্যবহার করা হচ্ছে। তবে সময়ের সঙ্গে সঙ্গে ক্ষীণ হয়ে আসছে জীবিতদের উদ্ধারের আশা। ভবনটি ধসে পড়ার কারণ অনুসন্ধানে কাজ চলছে। তবে তিন বছর আগের এক রিপোর্টে ভবনটিতে কাঠামোগত ত্রুটিকেই ধসে পড়ার সম্ভাব্য কারণ হিসেবে মনে করা হচ্ছে।
You cannot copy content of this page
Leave a Reply