ঢাকা অফিস ॥ আসছে সপ্তাহে যুক্তরাষ্ট্রের পশ্চিম ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের তিন কোটির বেশি মানুষের উপর তীব্র তাপ প্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। ক্যালিফোর্নিয়া, নেভাদাসহ বেশ কিছু অঞ্চলে তাপমাত্রা আগের সব রেকর্ড ভাঙতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। শুক্রবার ক্যালিফোর্নিয়ার বেশ কিছু এলাকায় ৫৪ সেলসিয়াসের বেশি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। চলতি সপ্তাহেই তাপমাত্রা আরও বাড়তে পারে বরে জানিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ। তীব্র তাপ প্রবাহের কারণে অঞ্চলগুলোতে বসবাসরত নাগরিকদের স্বাস্থ্য ঝুঁকি বাড়বে। এ সময় নাগরিকদের বিশেষ প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। এদিকে দাবানলের কারণে নেভাদা ও ওরেগনের বেশকিছু এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নিচ্ছে কর্তৃপক্ষ। এদিকে দাবানল ছড়িয়ে পড়ায় ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ সরবরাহে বিঘœ ঘটতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।