ঢাকা অফিস ॥ স্থূলতাজনিত রোগীদের ওজন কমানোর ওষুধ হিসাবে ব্যবহার করার জন্য ডায়াবেটিসের ওষুধ সেমগ্লুটিয়েডের একটি উচ্চতর ডোজ ওয়েগোভি ওষুধকে অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন এফডিএ। এ বছরের শুরুর দিকে এ-সংক্রান্ত গবেষণাটি প্রকাশিত হয়। ড্যানিশ ফার্মাসিউটিক্যাল কোম্পানি নভো নরডিস্কের উৎপাদিত এই ঔষধটির নাম ‘ওয়েগোভি’। খুব সম্প্রতিই প্রমাণ মিলেছে, ভিন্ন ডোজে সেবন করলে ঔষধটি ক্ষুধা নিবারণে কাজ করতে পারে। গবেষণার ফলাফলে দেখা গেছে, ঔষধটির দীর্ঘ মেয়াদি চিকিৎসায় অংশগ্রহণকারী দলের সদস্যদের গড়ে ১৫ শতাংশ ওজন কমে এসেছে। অংশগ্রহণকারীদের ৩০ শতাংশের বেশি মানুষের নিজ শরীরের অতিরিক্ত ওজনের সর্বোচ্চ ২০ শতাংশ পর্যন্ত ওজন কমিয়ে আনার ঘটনাকে যুগান্তকারী হিসেবেই দেখছেন গবেষকরা।সেমাগ্লুটাইড নামে পরিচিত এই একই ওষুধ যুক্তরাষ্ট্রসহ বেশ কিছু দেশে টাইপ-২ ডায়াবেটিসের চিকিৎসায় ব্যবহৃত হয়। বেশ কয়েক বছর পর এই প্রথম এমন চিকিৎসার অনুমোদন দিল নিয়ন্ত্রক সংস্থাটি, স্থূলতার চিকিৎসার ক্ষেত্রে ‘গেম চেঞ্জার’ হিসেবে দেখা হচ্ছে নতুন এই ঔষধটিকে। নর্থওয়েস্টার্ন ইউনিভার্সিটির বিশেষজ্ঞ রবার্ট কুশনার বলেন, “আমরা প্রথমবারের মতো ওজন কমানোর ক্ষেত্রে কোনও ওষুধ ব্যবহার করেই এমন অভূতপূর্ব ফলাফল পেয়েছি। অস্ত্রোপচার ছাড়াই সপ্তাহে একবার ঔষধটি ব্যবহারে বিস্ময়কর ফলাফল পেতে পারেন স্থূলতায় ভোগা রোগীরা,”
নোভো নরডিস্ক এখনো ঔষধটির মূল্য সম্পর্কে নিশ্চিতভাবে কিছু না জানালেও, ধারণা করা হচ্ছে, যুক্তরাষ্ট্রে ইন্সুরেন্সবিহীন ব্যক্তির প্রতি মাসে ওষুধ বাবদ খরচ পড়বে ১৩০০ ডলারের কাছাকাছি।
You cannot copy content of this page
Leave a Reply