ঢাকা অফিস ॥ যুক্তরাষ্ট্রে তাপপ্রবাহে নিহতের সংখ্যা বেড়ে ২শ’র কাছাকাছি পৌঁছেছে। দেশটির স্বাস্থ্যকর্মীরা জানিয়েছেন, ওরেগন রাজ্যে প্রাণ হারিয়েছেন অন্তত ১১৬ জন। আর ওয়াশিংটন স্টেটে নিহত হয়েছেন অন্তত ৭৮ জন। দেশটির স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, নাতিশীতোষ্ণ জলবায়ুর অঞ্চলগুলোতে তাপপ্রবাহে এত মানুষের মৃত্যুর ঘটনা জলবায়ু পরিবর্তনের ভয়াবহতার ইঙ্গিত। এদিকে তাপপ্রবাহের কারণে ক্যালিফোর্নিয়ায় এখনো বেশ কয়েকটি দাবানল সক্রিয় রয়েছে। তাপপ্রবাহ সংশ্লিষ্ট দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি গ্রহণে এরইমধ্যে কাজ শুরু করেছে বেশ কয়েকটি অঙ্গরাজ্য। অন্যদিকে বিশেষজ্ঞরা বলছেন, তাপপ্রবাহে কানাডায় একশ কোটির বেশি সামুদ্রিক প্রাণী প্রাণ হারিয়েছে।