ঢাকা অফিস ॥ যুক্তরাষ্ট্রের বোস্টনের কাছে ভারী অস্ত্রধারী ১১ ব্যক্তিকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায় তারা নিজেদের মিলিশিয়া বলে পরিচয় দিচ্ছিলো। শনিবার সারারাত ধরে চলা অভিযানের পর তাদেরকে গ্রেপ্তার করা হয়। এর ফলে বন্ধ ছিল গুরুত্বপূর্ণ সড়ক। দেশটির স্বাধীনতা দিবসের ছুটিকে সামনে রেখে এমন ঘটনা ঘটল। এদের মধ্যে স্থানীয় সময় শনিবার ভোরে ২ ব্যক্তিকে আটকের পর বাকিদের আত্মসমর্পনের আহ্বান জানায়। পরে আরও ৭ ব্যক্তি আত্মসমর্পনের পর ঘটনাস্থল থেকে আরও ২ ব্যক্তিকে আটক করে পুলিশ। এ সময় কোন হতাহতের ঘটনা ঘটেনি বলে জানায় পুলিশ। তবে পুলিশের পক্ষ থেকে বাসিন্দাদের ঘরে থাকার নির্দেশ দেয়া হয়। দেশটির গণমাধ্যমগুলো বলছে অস্ত্রধারী ব্যক্তিরা রাইস অফ দ্যা মুরস নামে একটি দলের সদস্য। এই দলের সদস্যরা যুক্তরাষ্ট্রের আইনকে স্বীকৃতি দেয় না।
You cannot copy content of this page
Leave a Reply