ঢাকা অফিস ॥ যুক্তরাষ্ট্রের অন্তত ২শ’ ব্যবসায়িক প্রতিষ্ঠান ভয়াবহ সাইবার হামলার শিকার হয়েছে। দেশটির সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান হানট্রেস ল্যাবস শুক্রবার এই তথ্য জানিয়েছে। প্রতিষ্ঠানটি জানায়, ফ্লোরিডা ভিত্তিক আইটি কোম্পানি কাসেয়াকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়। এক বিবৃতিতে দেশটির সাইবার নিরাপত্তা বিভাগ ও ফেডারেল এজেন্সি জানায় হামলার উৎপত্তিস্থল খুঁজে বের করতে তদন্ত করছেন তারা। এদিকে, রাশিয়ার রেভিল গ্রুপের হ্যাকাররা এই হামলার জন্য দায়ী বলে ধারণ করা হচ্ছে। দেশটির স্বাধীনতা দিবস উপলক্ষে বেশিরভাগ কোম্পানি যখন ছুটির প্রস্তুতি নিচ্ছে সেসময় এই হামলার ঘটনা ঘটলো।
You cannot copy content of this page
Leave a Reply