ঢাকা অফিস ॥ ফাইজার ও বায়োএনটেকের করোনার টিকা ১২ থেকে ১৫ বছর বয়সীদের দেওয়ার জরুরি অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ)। গত সোমবার এফডিএ এ অনুমোদন দেয়। এফডিএর ভারপ্রাপ্ত কমিশনার জেনেট উডকক বলেছেন, অল্পবয়স্কদের জন্য টিকার অনুমোদন দেওয়ার ঘটনা করোনা মহামারি মোকাবিলায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। খবর দ্য গার্ডিয়ানের। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে ১২ থেকে ১৫ বছর বয়সীদের মধ্যে ফাইজারের টিকা শতভাগ কার্যকর বলে জানানো হয়েছে। সম্প্রতি জরিপে দেখা গেছে, অল্প বয়সীদের মাধ্যমেই এখন সংক্রমণ বেশি ঘটছে। যুক্তরাষ্ট্রে ১৬ বছরের বেশি বয়সীদের আগে থেকেই টিকা দেওয়া হচ্ছে। ১২ থেকে ১৫ বছর বয়সীদের জন্য টিকা অনুমোদনের ফলে স্কুলগামী শিক্ষার্থীরা টিকা গ্রহণ করতে পারবে। ফাইজারের টিকাটি দুই ডোজের। একটি নেওয়ার পর তিন সপ্তাহের মাথায় দ্বিতীয় ডোজ দেওয়া হচ্ছে। যুক্তরাষ্ট্রে করোনা সংক্রমণ কমে আসছে। দেশটিতে ব্যাপক হারে টিকা দেওয়া হচ্ছে। স্বাস্থ্যসেবীরা বলছেন, টিকা গ্রহীতাদের মধ্যে রূপান্তরিত ভাইরাসের সংক্রমণ ঝুঁকি কম।
You cannot copy content of this page
Leave a Reply