ঢাকা অফিস ॥ প্রধান নির্বাচন কমিশনার কে. এম. নূরুল হুদা বলেছেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী যেখানে করোনা সংক্রমণের ক্ষেত্রে নির্বাচনে নিষেধাজ্ঞা নেই, সে সব এলাকায় ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। যেখানে নিষেধ আছে সেখানে নির্বাচন বন্ধ করা হবে। করোনা পরিস্থিতির উন্নতি হলে ওইসব এলাকায় নির্বাচন অনুষ্ঠিত হবে। রোববার মাদারীপুরের শিবচরে অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনকে সামনে রেখে মাঠ পর্যায়ের সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনায় অংশ নিয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান। মাদারীপুরের সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিইসি আরও বলেন, মাঠ পর্যায়ে ইউপি নির্বাচনে সহিংসতারোধে স্থানীয় প্রশাসন কঠোরভাবে দায়িত্ব পালন করবে। এছাড়া কিছু কিছু ইউনিয়নে এবার পরীক্ষামূলকভাবে ইভিএম-এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুরের জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেলসহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা। উল্লেখ্য, ২১ জুন প্রথম ধাপে দেশের অন্যান্য স্থানের মতো মাদারীপুরের ১৩টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
You cannot copy content of this page
Leave a Reply